Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
QIIP AND PPI ডাটা সংগ্রহ শুরু
বিস্তারিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন ইমপ্রু ভমেন্ট অব জিডিপি কম্পাইলশেন এন্ড রিবেজিং অব ইন্ডিসিস প্রকল্পের মাধ্যমে ইন্ডিসিস রিবেইজ ও রিভিশন পরিচালনা কার্যক্রমের অংশ হিসেবে QIIP ও PPI এ দুটো সূচকের জন্য মাঠ পর্যায় হতে তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। 

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র  (বিবিএস) ন্যাশনাল একাউন্টিং (মূল্য ও মজুরি) কর্তৃক বাস্তবায়নাধীন ”ইমপ্রুভমেন্ট অব  জিডিপি কম্পাইলেশন এন্ড রিবেজিং অব ইন্ডিসেস প্রকল্প”  এর আওতায় Quantum Index of Industrial Production (QIIP) x Producer Price Index (PPI) এর রিবেজিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত যাচাই ও ভিত্তি বছরের উৎপাদন পর্যায় মূল্য সংগ্রহের নিমিত্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম  চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত কার্যক্রম কক্সবাজার জেলায়ও পরিচালিত হচ্ছে। উক্ত কার্যক্রম সুষ্টভাবে সম্পাদনের লক্ষ্যে আপনার কার্যালয়ে সংরক্ষিত কক্সবাজার জেলায় অবস্থিত শিল্প প্রতিষ্টানের তালিকা একান্ত প্রয়োজন।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
29/07/2022
আর্কাইভ তারিখ
03/08/2049