Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রামু উপজেলার একটি পিএসইউ তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) Rapid Survey: Poverty Assessment (RSPA)-2021 পরিচালনার করা হবে।
বিস্তারিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) Rapid Survey: Poverty Assessment (RSPA)-2021 পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সদ্য সমাপ্ত MSVSB প্রকল্পের নমুনা এলাকা হতে দেশব্যাপী ১০০৬ টি নমুনা এলাকা নির্ধারণ করা হয়েছে। উক্ত তথ্য সংগ্রহ কার্যক্রমে ‘পরিবেশজলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্প’র Tablet-সমূহ ব্যবহার করা হবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী মহোদয়ের সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন চলমান Rapid Survey: Poverty Assessment (RSPA)-2021 জরিপের ০৩ (তিন) দিনব্যাপী (০৫-০৭ সেপ্টেম্বর ২০২১) প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কিত এক মত বিনিময় সভায় Zoom Cloud Platform-এর মাধ্যমে অংশগ্রহণ। জরিপের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও বিবিএস-এর উপপরিচালক জনাব মহিউদ্দিন আহমেদ এ সভাটি সঞ্চালনা করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। মত বিনিময় সভায় বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালকগণ এবং জেলা কার্যালয়ের উপপরিচালকগণ অংশগ্রহণ করেন। সচিব মহোদয় বিভাগীয় সমন্বয়কারী, জেলা সমন্বয়কারী, সুপাভাইজার এবং তথ্যসংগ্রহকারীগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং জরিপের গুণগত মান নিশ্চিতকরণে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এ জরিপের ফলাফল থেকে চলমান কোভিড-১৯ কালীন বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি, খানাসমূহের গড় আয় ও ব্যয় এবং মানুষের জীবন-জীবিকা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ধারনা পাওয়া যাবে। উল্লেখ্য, মাঠ পর্যায়ে সমগ্র দেশব্যাপী আগামী ০৯/০৯/২০২১ খ্রি. তারিখ থেকে তথ্যসংগ্রহের এ কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে আগামী ১৩/০৯/২০২১ খ্রি. তারিখে। রামু উপজেলার একটি পিএসইউ থেকে তথ্য সংগ্রহ করা হবে।

ছবি
প্রকাশের তারিখ
05/09/2021
আর্কাইভ তারিখ
07/07/2049